joinborderguard.bgb.gov.bd Apply BGB Job Circular 2024 (Sipahi GD 103 Batch)

Here is the joinborderguard.bgb.gov.bd Apply BGB Job Circular 2024 (Sipahi GD 103 Batch). BGB authority has been announced ১০৩তম ব্যাচ সিপাহী (জিডি) job circular 2024 at their official website at https://joinborderguard.bgb.gov.bd. If you want to apply for the new job opportunity of BGB GD Sipahi Batch 103 then you need to apply through an online process. Online Application starts on 10th September to 19th September 2024. People From 64 districts can apply for this new Sipahi GD job circular 103rd Batch. The application procedure has given below as you can apply online and pay the application fee through the online system easily. So let’s check it out: BGB https://joinborderguard.bgb.gov.bd Applicant Login, Admit Card Download 2024.

joinborderguard.bgb.gov.bd Apply BGB Job Circular 2024 (Sipahi GD 103 Batch)

Border Guard Bangladesh’s New Job Circular has been announced for the 103rd GD Sipahi post of the GD Soldier batch. For this job opportunity Applicants need no experience. This is the BGB 103rd batch BGB GD Sipahi job recruitment notice. To see the complete circular check the official one we have given below. The application procedure is also given below. The procedure has to be submitted online and payment through online banking and SMS as well.

How to Apply for Sipahi (GD) Border Guard Bangladesh Job Circular 2024 joinborderguard.bgb.gov.bd?

Applicants have to fill out the online application form with all the requirements and submit the online application through the official website of joinborderguard.bgb.gov.bd before 19th September 2024. Application fees also need to be paid through an online procedure this time. After successfully applying the task they have to attend the exam. And they have to be selected by exam results. Terms and details can be found in the circular file. Stay connected with our website www.careersbrac.com to get such govt job news. To apply from here you have to apply online from the link and fill the form correctly with all the required information.

১০৩তম ব্যাচ সিপাহী (জিডি) – 103rd Batch Sipahi GD Job Circular 2024

আবেদনকৃত জেলা : সকল জেলা

বেতন স্কেল : ৯,০০০/- হতে ২১,৮০০/- টাকা.

আবেদনের শেষ তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ইং

শিক্ষাগত যোগ্যতা

এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০।

বেতন স্কেল

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০/- হতে ২১,৮০০/- টাকা এবং বিধি মোতাবেক রেশন, পোশাক-পরিচ্ছদ, বাড়ি ভাড়া/বাসস্থান, চিকিৎসা এবং অন্যান্য।

বয়স

০১ জানুয়ারি ২০২৪ তারিখে বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর হতে সর্বোচ্চ ২৩ বছর পর্যন্ত।

শারীরিক যোগ্যতা

উচ্চতা:

  • পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে: ১.৬৭৬ মিটার (৫’-৬”). ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ১.৬২৫ মিটার (৫’-৪”).
  • মহিলাপ্রার্থীদেরক্ষেত্রে: ১.৫৭৪ মিটার (৫’২”). ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ১.৫২৪ মিটার (৫’-০”).

ওজন:

  • পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে: ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড). ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড).
  • মহিলা প্রার্থীদের ক্ষেত্রে: ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড). ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ৪৩.৫৪৪ কেজি (৯৬ পাউন্ড).

বুকেরমাপ:

  • পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে: স্বাভাবিক ৮১.২৮ সেঃ মিঃ (৩২ ইঞ্চি) স্ফীত ৮৬.৩৪ সেঃ মিঃ (৩৪ ইঞ্চি).  ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ৭৬.২০ সেঃ মিঃ (৩০ ইঞ্চি) স্ফীত ৮১.২৮ সেঃ মিঃ (৩২ ইঞ্চি).
  • মহিলা প্রার্থীদের ক্ষেত্রে: স্বাভাবিক ৭১.১২ সেঃ মিঃ (২৮ ইঞ্চি) স্ফীত ৭৬.২০ সেঃ মিঃ (৩০ ইঞ্চি).

দৃষ্টিশক্তি: ৬/৬ For both male and female.

বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত (বিবাহিত/তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নহে)।

পরীক্ষার তারিখ ও স্থানঃ ভর্তি পরীক্ষার স্থান তারিখ, ও সময় পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

Application Procedures for BGB Job Circular 2024 – joinborderguard.bgb.gov.bd Apply

চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে ৬টি ধাপে আপনার আবেদন জমা দেবার সময় শেষ হবার পূর্বে আবেদন করুন:

joinborderguard.bgb.gov.bd Apply BGB Job Circular 2024 (Sipahi GD 103 Batch)

Download Circular pdf

ধাপ – ১: যোগ্যতা পরীক্ষা

    • Apply Online at: https://joinborderguard.bgb.gov.bd
    • নিয়োগ বিজ্ঞপ্তি হতে “আবেদন করুন”  বাটনে ক্লিক করুন।
    • আবেদনের পূর্বে আবেদন প্রণালীর ধাপ গুলো ভালোভাবে পড়ুন।
    • এগিয়ে যান” বাটনে ক্লিক করুন।
    • যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিন।

ধাপ – ২: রেজিস্ট্রেশন – Registration at https://joinborderguard.bgb.gov.bd

    • আপনি যোগ্য হলে নিজের মোবাইল নম্বরটি দিন এবং যদি ইমেইল ঠিকানা থাকে তাহলে ইমেইল ঠিকানা দিন অতঃপর “এগিয়ে যান” বাটনে ক্লিক করুন।
    • আপনার মোবাইলে ৪ সংখ্যার একটি (ওটিপি) কোড যাবে, ইনপুট বক্সে (ওটিপি) কোডটি লিখুন অতঃপর “যাচাই করুন” বাটনে ক্লিক করুন।
    • আপনার মোবাইল নম্বর যাচাই হয়ে গেলে সিস্টেম জেনারেটেড ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখা যাবে এবং এসএমএস এর মাধ্যমে পাঠানো হবে অতঃপর নিচে “লগইন পেইজে যান” বাটনে ক্লিক করুন।

৩: ধাপ – আবেদন ফি জমা

    • আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে “লগইন করুন” বাটনে ক্লিক করুন।
    • ফি প্রদান করুন” বাটনে ক্লিক করুন।
    • আপনার ব্যাংকিং কার্ড কিংবা মোবাইল ব্যাংকিং এর সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করুন।

৪: ধাপ – শিক্ষাগত যোগ্যতা যাচাই

    • আপনার এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার তথ্য (শিক্ষা বোর্ড, পরীক্ষার বছর, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর) প্রদান করে যাচাই করুন।
    • আপনার দেয়া তথ্য সঠিক না হলে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করুন।

৫: ধাপ – ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড

    • শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম ও প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে।
    • ফরমে থাকা ইনপুট ফিল্ড গুলোতে ব্যক্তিগত তথ্য প্রদান করুন।
    • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন।
    • আমার দেওয়া সমস্ত তথ্য গুলো সঠিক” চেক বক্সে ক্লিক করে “পরবর্তী ধাপে যান” বাটনে ক্লিক করুন।
    • তথ্যে কোন ভুল থাকলে “তথ্য পরিবর্তন করুন” বাটনে ক্লিক করে পুনরায় এডিট করুন।
    • তথ্য যাচাই করুন, একবার তথ্য সাবমিট করার পরে পরিবর্তন করা যাবে না
    • সমস্ত তথ্য সঠিক থাকলে “আপনি কি আপনার তথ্য জমা দিতে চান?” চেকবক্সে ক্লিক করে “সাবমিট করুন” বাটনে ক্লিক করুন।

joinborderguard.bgb.gov.bd Admit Card Download for BGB Job Circular 2024 (ধাপ – ৬: এডমিট কার্ড ডাউনলোড)

এডমিট কার্ড তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এডমিট কার্ড তৈরি হলে আপনার মোবাইল নাম্বারে এসএমএস প্রদান করা হবে। এডমিট কার্ড তৈরি হয়ে গেলে এই ওয়েবসাইটে আপনার প্রোফাইলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে এডমিট কার্ড ডাউনলোড করুন। এডমিট কার্ডটি প্রিন্ট করে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে.

Conclusion

We have tried to explain all the correct information about online application procedure of BG Job Opportunity through the official website of Border Guard Bangladesh https://joinborderguard.bgb.gov.bd. If anyone still have any question regarding online application system, kindly inform us via comment below so we can sort it out quickly.

About admin 99 Articles
I am the author of www.careersbrac.com. I love to write here regularly. I wanna give 100% real information about Career Opportunity, Jobs, Results, and about our education. I have completed Honours in 2018 and Masters degree from Dhaka University Affiliated College (Dhaka College) in 2020.

2 Trackbacks / Pingbacks

  1. BGB Sipahi Job Circular 2024 102 Batch - Soldier (GD) Border Guard Bangladesh (বিজিবি সিপাহী নিয়োগ)
  2. BGB Civilian Job Circular 2024 - joinborderguard.bgb.gov.bd Apply

Leave a Reply

Your email address will not be published.


*