Dr Jahangir Kabir Diet Chart PDF (Keto Diet Plan)

Dr Jahangir Kabir Diet Chart PDF Download (Keto Diet Plan). How To Start For The Beginners, How to lose belly fat faster, How to lose weight 15 KG in a month. We are here to discuss Dr. Jahangir Kabir’s famous Ketogenic (KETO) Diet Plan. Many diseases are cured and are under control with Dr. Jahangir Kabir’s keto diet plan. So let’s start with how to start for beginners. Dr Jahangir Kabir Keto Diet Chart Watch Full Video, Dr, Jahangir Kabir Chamber Contact Number, Dr. Jahangir Kabir diet plan for diabetes, Dr. Jahangir Kabir Dietitian address. Ketogenic DIET Plan Full Video Download of Dr. Jahangir Kabir, Keto Diet Chart 2024, How to lose weight fast, Dr. Jahangir Kabir keto diet chart. Keto Diet Plan of Dr. Jahangir Kabir Video, ডা জাহাঙ্গীর কবির ডায়েট চার্ট pdf, jk lifestyle diet chart.

Dr Jahangir Kabir Diet Chart

If you are feeling concerned about being overweight based on your height, you may be seeking ways to address this. Many people struggle with being overweight and wish to lose excess weight, particularly from the belly area. Dr. Jahangir Kabir has shared a helpful Keto Diet plan that can help in managing weight and promoting overall health. So, let’s start the discussion:

Dr. Jahangir Kabir Chamber Address: Aftabnagar

Siraj Convention Center Plot No-39, Block-C, Aftab Nagar Main Road, Badda
Dhaka, Dhaka Division, Bangladesh.

Opening Hours:

Monday 09:00 – 18:00
Tuesday 10:00 – 18:00
Wednesday 10:00 – 20:00
Thursday 09:00 – 20:00
Saturday 10:00 – 20:00
Sunday 10:00 – 20:00

আপাতত মোটেও খাওয়া যাবে না-

  • চালের তৈরি সব কিছু ( ভাত, চাউলের রুটি, চাল দিয়ে বানানো দ্রব্যাদি)
  • গমের তৈরি সব কিছু (রুটি, পাউরুটি, বিস্কুট যে কোন প্রকার, গম দিয়ে বানানো অন্যান্য দ্রব্যাদি)
  • কোন প্রকার ডাল খাওয়া যাবে না।
  • আলু, মিষ্টি আলু, গাছ আলু বা আলু সাদৃশ্য অন্যান্য আলু, যা শর্করা জাতীয় সবজি যেমন: মূলা।
  • চিনি এবং চিনি দিয়ে বানানো দ্রব্যাদি পৃথিবীতে যা কিছু আছে।
  • দই, টক দই, দুধ এবং সরাসরি দুধ দিয়ে বানানো দ্রব্যাদি।
  • মধু এবং মিষ্টি ফলমূল খাওয়া যাবে না। (কেন খাওয়া যাবে না সেটা পরে ব্যাখ্যা করছি।
  • সয়াবিন তেল, সূর্যমুখী তেল, রাইস ব্রান ওয়েল, ক্যানোলা ওয়েল
  • এবং সাধারণ কোন তেলে রান্না করা কিছু খাওয়া যাবে না।
  • ফার্মের মুরগি, যে মুরগীগুলোকে ট্যানারির বর্জ্য থেকে উৎপাদিত খাদ্য ও সয়া খাওয়ানো হয়।
  • গরুর মাংস, যে গরু বা ষাঁড়গুলোকে ইনজেকশনের মাধ্যমে মোটা তাজা করা হয়। একই ব্যাপার খাসির ক্ষেত্রেও ।

যা খাওয়া যাবে বা খেতে বাঁধা নেই-

  • সবুজ শাক-সবজি (গাজর, কচি সবুজ মিষ্টি কুমড়া খেলে অল্প পরিমাণ )
  • টক জাতীয় ফল। যেমন- জলপাই, আমলকী, কচি ডাবের পানি।
  • মাছ, যে কোন প্রকার খেতে পারবেন, তবে তৈলাক্ত দেশীয় মাছের ভেতর পাঙ্গাশ, বোয়াল, ইলিশ, সরপুঁটি, ব্রীগেড, গ্রাসকার্প, বাইম (তৈলাক্ত বা সাগরের মাছ হলে আরো ভালো)।
  • গরু এবং খাসির মাংস খাওয়া যাবে তবে যে গরু বা খাসিগুলো ইনজেকশন মুক্ত এবং ঘাস, লতা পাতা বা খড়কুটো খেয়ে লালিত পালিত তবে বেশি পরিমাণে খাওয়া যাবে না। এছাড়া
  • গরু বা খাসির পায়া খাওয়া যাবে, যেটা খাওয়া এই সময়ে খুবই উপকারী। তবে এটাও অল্প পরিমাণে খেতে হবে।
  • মুরগির ডিম (ফার্ম হলে সমস্যা নেই তবে ওমেগা ৩ বা দেশী মুরগী বা হাস হলে বেশি ভালো)। মাছের ডিমও খেতে চেষ্টা করবেন যথা সম্ভব।
  • ঘি, অর্গানিক বাটার, এক্সট্রা ভার্জিন ওলিভয়েল, MCT ওয়েল, অর্গানিক Extra virgin cold pressed কোকোনাট ওয়েল। এগুলো সব ভাল শপে পাওয়া যায়। তবে নিজে তৈরী করাটাই শ্রেয়।
  • যে কোন প্রকার বাদাম। চিনাবাদাম, কাজুবাদাম, পেস্তা বাদাম বা অন্যান্য বাদাম যা আছে। চাইলে বাদাম ব্লেন্ড করে সাথে উপরে উল্লেখিত নারকেল তেল দিয়ে বানাতে পারেন। পিনাট বাটার যেটা খেতে তুলনাহীন তবে খাবেন অল্প।
  • রং চা বা কফি দুধ চিনি ছাড়া। সবুজ চায়ের সাথে লেবু, আদা, সামান্য লবণ মেশাতে পারেন। কফির সাথে, MCT ওয়েল, মাখন বা ঘি এবং অর্গানিক কোকোনাট অয়েল মিশিয়ে বাটার কফি বানিয়ে খেতে পারেন, এতে ভালো কাজ হবে।

Dr Jahangir Kabir Diet Chart PDF (Keto Diet Plan)

কিভাবে ডায়েট শুরু করবেন

সকালের নাস্তা (Dr Jahangir Kabir Diet Chart)
যাদের সকালে খাওয়ার অভ্যাস তারা আটটা বা সাড়ে আটটার দিকে দুধ চিনি ছাড়া এক কাপ চা, আদা, লেবু, সামান্য লবণ দেওয়া যেতে পারে। কুসুম গরম পানির সাথে অ্যাপেল সিডার ভিনেগার বা কোকোনাট ভিনেগার খেতে পারেন এবং কুসুম গরম পানির সাথে লেবু চিপে খেতে পারেন। এছাড়া যাদের দেরিতে নাস্তা খাওয়ার অভ্যাস, তারা এগারোটার দিকে নাস্তা করবেন এবং দুপুরের খাবার আড়াইটা তিনটায় খাবেন। আর সকাল আটটায় নাস্তা খেলে দেড়টার ভেতর দুপুরের খাবার খেতে হবে।

  • ওজন কমাতে চান কিন্তু কিভাবে দেখুন এখানে ক্লিক করে (অফিসিয়াল চ্যানেল)
  • Dr. Jahangir Kabir’s Youtube Channel Link

দুপুরের খাবার

দুপুরের খাওয়ার আগে অবশ্যই অ্যাপেল সিডার ভিনেগার এক চামচ এক গ্লাস পানির সাথে মিশিয়ে খাবেন। এতে আপনার গ্যাসের সমস্যা হবে না এবং চর্বি কাটতে সাহায্য করবে। শাক, সবজি অবশ্যই এক্সট্রা ভার্জিন অলিভয়েল দিয়ে রান্না করবেন এবং মাছ ভাজলে (ডীপ ফ্রাই থেকে বিরত থাকবেন এতে খাদ্যগুণ নষ্ট হয়) বা রান্না করলে এই তেল দিয়েই করবেন। সবজি যতটুকু সম্ভব কম সেদ্ধ করবেন। যেন সবজির গুণগত মান ঠিক থাকে। ডিম কুসুমসহ ঘি বা মাখন দিয়ে ভেজে খাবেন। এক দিনে সর্বোচ্চ ছয়টা ডিম কুসুমসহ খেতে পারবেন কোন সমস্যা নেই। কারণ, ডিম প্রোটিন এবং ভালো ফ্যাটের উৎস।

তবে একবার ফ্যাট অ্যাডাপটেশন হয়ে গেলে চাইলেও এত খেতে পারবেন না। দেশি মুরগি খেতে পারেন, এক দুই টুকরো অথবা উল্লিখিত গরুর মাংস। মাছ খেলে গোস্ত খাবেন না। গোস্ত খেলে মাছ খাবেন না। এছাড়া প্রবাসীরা ফার্মের মুরগি এক টুকরো করে খেতে পারেন, কারণ আমার জানা মতে সেখানে ফার্মের মুরগিকে আদর্শ খাবার খাওয়ানো হয় (যদিও মুরগী ব্যায়াম করে না যেটা দেশী মুরগী করে )। দুম্বা, উট, ভেড়ার, মাংস খেলে এক টুকরোর বেশি নয়। দুপুরের মেন্যুতে , শাক, সবজি মাছ অথবা মাংস , ঘি এ ভাজা ডিম, ঘি’য়ে ভাজা বাদাম সাথে বাটার রাখতে পারেন এবং অবশ্যই শসা বা শসার সালাদ রাখবেন টমেটো গাজরও।

Dr. Jahangir Kabir Keto diet chart PDF Download

Dr. Jahangir Kabir Keto diet chart PDF Download

বিকেলে ক্ষুধা লাগলে উপরে উল্লেখিত চা, বাটার কফি এবং বাদাম খাবেন যে কোন প্রকার মাখন বা ঘি দিয়ে ভাজা বা মেশানো।

রাতের খাবার

রাতের খাবারের পূর্বেও ভিনেগার মিশ্রিত এক গ্লাস পানি খেয়ে নেবেন এবং রাতের খাবার দুপুরের অনুরূপ খাবেন। আইটেম দুই একটা কম বেশি হোক কোন সমস্যা নেই। রাত আটটার আগেই সমস্ত খাবার শেষ করুন। এরপর আর পানি ছাড়া কিছুই খাবেন না।

প্রয়োজনীয় উল্লেখযোগ্য বিষয়
উপরে উল্লিখিত খাবারের বাইরে ডায়েট অবস্থায় আর অন্য কোন কিছুই খাবেন না।

মধু ও মিষ্টি ফল কেন খাওয়া যাবে না?

মধু এবং মিষ্টি ফলে আছে চিনি যা শর্করা হিসাবে আমাদের শরীর গ্রহণ করে। আপনি যখন ডায়েট শুরু করবেন, তখন শর্করা জাতীয় খাদ্য না খাওয়ায় শরীরে শর্করার ঘাটতি দেখা দেবে, তখন শরীর গ্লাইকোজেন পোড়াবে। এরপর গ্লাইকোজেন শেষ হয়ে গেলে কিন্তু আমাদের শরীর তার নিজস্ব প্রক্রিয়ায় শরীরে জমে থাকা চর্বি গলিয়ে সেখান থেকে শক্তি গ্রহণ করবে। কই’য়ের তেল দিয়ে কই ভাজার মতো। একেই বলে ফ্যাট অ্যাডাপটেশন। এখন যদি আপনি মধু, মিষ্টি ফল, চিনি জাতীয় শর্করা খাবার খান তবে আপনার শরীর ফ্যাট বার্নিং না করে এখান থেকেই তার প্রয়োজনীয় শক্তি গ্রহণ করবে। যার ফলশ্রুতিতে আপনার ফ্যাট বার্নিংও হবে না এবং আপনার স্বাস্থ্য এবং ডায়াবেটিসও কন্ট্রোলে থাকবে না। এ কারণেই ডায়েট অবস্থায় সমস্ত প্রকার শর্করা, মধু , মিষ্টি ফল ও চিনি খেতে নিষেধ করা হয়। একটা মিষ্টি খাবেন, দুই তিনটা মিষ্টি ফল খাবেন, এক চামচ চিনি বা মধু খাবেন, এক বেলা ভাত বা রুটি খাবেন, আপনার শরীর ৪৮ ঘণ্টার জন্য ফ্যাট বার্নিং বন্ধ করে দেবে!

যে বিষয় গুলো মানতে হবে এবং করতে হবে

রাত দশটা, এগারোটার ভেতর আপনাকে ঘুমিয়ে যেতে হবে। কারণ রাত দশটা থেকে দুইটার ভেতর আমাদের শরীরে গ্রোথ হরমোন নিঃসরণ হয় এবং এই গ্রোথ হরমোনগুলো ফ্যাট বার্নিং এ প্রচুর সহায়তা করে। আপনি যদি এই প্রাকৃতিক বিষয়টি অগ্রাহ্য করেন তবে আপনার ডায়েট অসম্পূর্ণ থেকে যাবে এবং ভাল ফল পেতে ব্যর্থ হবেন। তারপর খুব সকালে উঠবেন, নামাজ পড়ে (মুসলমানেরা) হাঁটতে বের হবেন। হাঁটার গতি নির্ভর করবে আপনার বয়স অনুসারে। বয়স যদি চল্লিশের ঊর্ধ্বে হয়, স্বাভাবিক গতিতে হাঁটুন ৪০/৬০ মিনিট। বয়স যদি চল্লিশের নিচে হয় তবে জগিং করুন নয়তো জোরে জোরে হাঁটুন ৪০/৬০ মিনিট। তবে খেয়াল রাখবেন হাঁটতে হাঁটতে যেন হাঁপিয়ে না যান বা শ্বাসকষ্ট না হয়। যতটুকু হাঁটুন বা ব্যায়াম করুন শরীরের সাথে মানিয়ে করুন। দ্রুত মেদ ভুরি কমানোর জন্য ইয়োগা করতে পারেন ( ইয়োগো করার পদ্ধতি YouTube এ দেখে নিন)

উপরোল্লিখিত পদ্ধতিতে সাত থেকে আট দিন নিয়ম করে চলুন। এই সময়টায় আপনার শরীর ফ্যাট বার্নিং বা চর্বি গলাতে শিখে যাবে। তারপর শুরু করুন শুধু সাহরিতে পানি খেয়ে রোজা রাখা, স্বাভাবিক রোজার মতো দিনে পানি এবং সমস্ত কিছু খাওয়া থেকে বিরত থাকুন। ইফতার করবেন বাদাম সাথে মাখন এবং শসা দিয়ে সাথে টক ফল রাখতে পারেন। ভিনেগার মিশ্রিত পানি খেয়ে রাতের খাবার উপরে উল্লিখিত অনুরূপ খাবেন এবং অবশ্যই আটটার আগে সমস্ত খাবার শেষ করুন। বেশী ভালো ফল পেতে ইফতারের এক ঘণ্টার ভেতর খাবার শেষ করুন এরপর পানি খেতে থাকুন।

JK Lifestyle Guideline

যারা এখনো JK Lifestyle শুরু করেননি তারা বিভিন্ন স্থানে নানান প্রশ্ন করে আসছেন। আবার অনেকেই পরিপূর্ন গাইডলাইন চেয়েছেন। তাদের বিষয়টি বিবেচনায় রেখে গাইডলাইনটি করা হল এবং পাশাপাশি যারা ইতোমধ্যে অনুসরণ করছেন তারাও হয়তো সবটুকু মানছেন না। সুতরাং তাদের জন্যও এই গাইডলাইন খুবই গুরুত্বপূর্ণ। আমার নির্দেশনা অনুযায়ী এই গাইডলাইনটি সকলের জন্য উন্মুক্ত করে দিলাম। আপনারা এই পোস্টটি আপনাদের আপনজন, বন্ধুমহল ও পরিচিত সকলের সাথে শেয়ার করতে পারেন। সকলের উদ্দ্যেশে বিশেষ অনুরোধ আপনারা গাইডলাইনটি মনোযোগ দিয়ে পড়বেন, প্রয়োজনে একাধিকবার পড়বেন, কোন বিষয় বুঝতে হলে সেই বিষয়ে বিস্তারিত ভিডিও দেখবেন। প্রথমে জানুন, বুঝুন তারপর মেনে চলুন, তবেই উপকার পাবেন। ক্ষতি থেকে বাঁচতে পারবেন।

More About Dr Jahangir Kabir Diet Chart

রোজা রাখা শুরু করলে বসা থেকে দাঁড়ালে মাথা সামান্য ঘুরতে পারে, সেক্ষেত্রে সামান্য লবণ মিশ্রিত পানি খাবেন প্রতিদিন এছাড়া এর জন্য ডাবের পানি খেতে পারেন প্রতিদিন একটি কচি ডাব খাওয়া খুবই জরুরী। একটানা যতগুলো ফাস্টিং (রোজা) করতে পারবেন আপনি তত দ্রুত ফল পেতে থাকবেন। (তবে ৭ দিন পর দুইদিন রোজা রাখবেন না ঐ দুইদিনও চেষ্টা করবেন চার ঘণ্টার ভেতর খাবার খেয়ে শেষ করতে ) রোজা রাখলে আপনার শরীরে অটোফেজি শুরু হবে। অটোফেজি হলো, এমন একটি প্রক্রিয়া যেখানে শরীর তার খারাপ কোষকে খেয়ে ফেলে এবং সেখান থেকে নতুন কোষের সৃষ্টি করে। বসন্তের নতুন পাতা গজানোর মত; এতে দেখা যাবে আপনি নতুন করে জন্মগ্রহণ করছেন এবং আপনি আপনার হারানো তারুণ্য ফিরে পাচ্ছেন।

কিছুদিনের ভেতর খেয়াল করবেন আপনার ক্ষুধা কমে গেছে । যারা বারবার খেতেন বা খেতে বাধ্য হতেন তাদেরও খেতে ইচ্ছে হচ্ছে না এর কারণ হলো আপনার শরীরে যে প্রচুর জমাকৃত চর্বি, সেখান থেকেই দেহ তার সমস্ত চাহিদা পূরণ করে নিচ্ছে তাই আর বাড়তি খাবারের প্রয়োজন অনুভব হচ্ছে না। সেটা এক অন্যরকম অনুভূতি। আপনি না খেয়েও বেশ শক্তিশালী হচ্ছেন আগে যেখানে খাবার খেয়েও দুর্বল হতেন ।এই অনুভূতি বলে বোঝানোর মত না। Keto Diet For USA.

Dr Jahangir Kabir Diet Chart

আর যদি এক টানা রোজা না রাখতে পারেন তবে সপ্তাহে অন্তত দুইটা করে রোজা রাখুন এবং নিয়মিত হাঁটুন এবং ব্যায়াম করুন। আশা করা যায় দেড় দুই মাসের ভেতরেই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছেন। তবে অন্যদিনগুলোতে দুইবেলা খাবেন চার ঘণ্টার ব্যবধানে বাকী সময় ওয়াটার ফাস্টিং করবেন অর্থাৎ গ্রিন টি, ভিনেগার, লেবু, সবুজ চা এগুলো খেয়ে খেয়ে বিশ ঘণ্টা।

এছাড়া যারা ডায়াবেটিস এর রোগী আছেন তারা উল্লেখিত নিয়মাবলী ফলো করে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারেন। তবে ডায়েট শুরু করার আগে ডায়াবেটিস এর সমস্ত ওষুধ এবং ইনসুলিন বন্ধ করে দিতে হবে। তাদের ক্ষেত্রে টানা রোজা না রাখলেও চলবে। ডায়াবেটিস এর খুব বেশি জটিল রোগী হলে স্যারের পরামর্শ নিয়ে তারপর শুরু করুন। যাই করবেন বুঝে শুনে নিয়মিত ডায়াবেটিস এবং প্রেশার মাপা খুবই জরুরী এবং কোন খাবার শর্করা সেটা জানাও জরুরী.

How to Start Keto Diet For Beginners?

Breakfast Food Chart

Those who are accustomed to eating in the morning can be given a cup of tea, ginger, lemon, and a little salt without milk and sugar at eight or eight o’clock. You can eat apple cider vinegar or coconut vinegar with hot water and lemon chip with hot water. In addition to those who are late for breakfast, they will have breakfast at eleven o’clock and eat lunch at two and a half. And after breakfast, you have to eat lunch at half past one.

Lunch of Dr. Jahangir Kabir Diet Chart

Before lunch, you must eat apple cider vinegar mixed with a teaspoon of water. This will not make you have gas issues and will help cut fat. Vegetables and vegetables must be cooked with extra virgin olive oil and cooked with fish (refrain from deep fry, it spoils food quality) or with cooking oil. Boil the vegetables as little as possible. Make sure the quality of the vegetables is correct. Eat veggies with ghee or butter along with egg yolk. You can eat up to six eggs in a day with no problem. Because eggs are a source of protein and good fat.

However, once the fat is adapted, you will not be able to eat so much. You can eat indigenous chicken, either in two pieces or as mentioned beef. Do not eat fish while playing fish. Do not eat fish while eating meat. Besides, the expatriates can eat the farm chicken in one piece, as I know there is an ideal diet for the farm’s chickens (though the chicken does not exercise, as the native chicken does). Playing lean, camel, sheep, meat is no more than a piece. In the noon menu, you can place butter with vegetables, vegetable fish or meat, fried eggs in ghee, fried nuts in ghee, and of course carrot or cucumber salad with tomato carrots.

If you are hungry in the afternoon, eat the tea, butter coffee, and nuts mentioned above, and fry or mix it with any kind of butter or ghee.

Dinner Food Chart of Dr. Jahangir Kabir Keto Diet

Even before dinner, you will drink a glass of water mixed with vinegar and eat it like lunch. Item two is less than one problem no problem. Finish all meals before 8 pm. Then eat nothing but water.

Significant issues needed
Do not eat anything other than the above-mentioned diet foods.

Those Foods You Can’t Eat At All When You Are on Diet

Dr Jahangir Kabir Diet Chart Chart

Everything made of rice (rice, rice bread, rice-made products)
Everything made of wheat (bread, nun, any type of biscuit, other items made with wheat)
No pulses can be eaten.
Potatoes, sweet potatoes, tree potatoes, or other potatoes resembling potatoes, which are sugars such as vegetables: radish.
Sugar and Sugar Made Products Everything on Earth.
Products made with yogurt, tuck yogurt, milk, and direct milk.
Honey and sweet fruits cannot be eaten. (Explain later why not eat.
Soybean Oil, Sunflower Oil, Rice Bran Well, Canola Well
And anything cooked in ordinary oil cannot be eaten.
Farm chickens, which feed on the food and soy produced from tannery waste.
Beef, which is made by injecting cows or bulls into fat. The same is the case with Khasi.

আরও যা কিছু করা প্রয়োজন

যতটুকু সম্ভব টেনশন ফ্রী থাকার চেষ্টা করবেন। হাসি খুশি থাকবেন। প্রতিদিন হাঁটার সময় বা পরে সকালের স্নিগ্ধ রোদ গায়ে লাগানোর চেষ্টা করবেন কারণ রোদে থাকা ভিটামিন ডি আমাদের শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে। রাত আটটার ভেতর সমস্ত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার থেকে বিরত থাকুন এতে করে আপনার ঘুমের কোয়ালিটি ভালো হবে.

সমস্ত বিষয়টি একটি প্যাকেজ প্রোগ্রাম। আপনি যতটুকু মেনে চলবেন ঠিক ততটুকু ফল পাবেন। মুসলমান হলে নিয়মিত নামাজ পড়বেন। বেশী বেশী নফল নামাজ পড়বেন, এতে আপনার ফরজ আদায় হওয়ার পরেও শারীরিক কিছু ব্যায়াম হবে যা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী। আর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন এবং ভরসা রাখুন। অবশ্যই আপনি সফলকাম হবেন। যেমনটি আলহামদুলিল্লাহ আমার মতো অনেকেই হয়েছেন। Dr Jahangir Kabir Diet Chart.

About admin 117 Articles
I am the author of www.careersbrac.com. I love to write here regularly. I wanna give 100% real information about Career Opportunity, Jobs, Results, and about our education. I have completed Honours in 2018 and Masters degree from Dhaka University Affiliated College (Dhaka College) in 2020.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*